সীমান্তবাংলা ডেক্স: করছিলেন শ্যুটিং। মেতে উঠলেন খেলায়! ‘অন্তিম’-এর সেটে বছর খানেকের ভাগ্নি আয়াতকে দেখে যেন হঠাৎ করেই ছেলেমানুষ হয়ে গেলেন সালমন খান। এক গাল দাড়ি, মাথায় পাগড়ি নিয়েই একরত্তিকে কোলে করে বল ড্যান্স শুরু করলেন অভিনেতা।
মামা-ভাগ্নির এই মিষ্টি মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করলেন সলমনের বোন এবং আয়াতের মা অর্পিতা খান শর্মা। ব্যাকগ্রাউন্ডে রইল ‘বজরঙ্গী ভাইজান’-এর ‘তু জো মিলা’ গানটি। ভালবাসার আয়াতকে কাছে পেয়ে সলমনের মুখে স্মিত হাসি। পর্দার অ্যাকশন হিরোকে এ ভাবে দেখে আপ্লুত তাঁর অনুরাগীরাও। ভালবাসা জানিয়েছেন দিয়া মির্জা, জেনেলিয়া দেশমুখ ডি’সুজার মতো তারকারাও।
এর আগে স্বামী আয়ুষের সঙ্গে তাঁর দুই সন্তান আয়াত এবং আহিলের ছবিও অর্পিতা শেয়ার করেছিলেন ‘অন্তিম’-এর সেট থেকে। এ ভাবেই কাজের ফাঁকে পরিবারের সঙ্গেও বেশ কিছুটা সময় কাটিয়ে নিচ্ছেন ছবির নায়ক এবং খলনায়ক।
(সীমান্তবাংলা/আর.এম.আর/২২জানুয়ারি)
সংবাদটি শেয়ার করুন
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply