প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৫:১৪:১৫ প্রিন্ট সংস্করণ
এহছানুল হকঃ
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় ধর্মীয় বক্তা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা ও আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার ভোর সোয়া ৪টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
শনিবার বাদ আছর আড়াইবাড়ী দরবার শরীফের মাঠ চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে গোলাম সারোয়ার সাঈদীকে দাফন করা হবে।
গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনসহ অনেকেই।
মাওলানা গোলাম সরোয়ার সাঈদী ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন, তিনি সুবক্তা ও ওয়ায়েজ ছিলেন। গত কয়েক বছরে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার আলোচনা ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে।
এদিকে বিজ্ঞ এই আলেমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ তাঁর মৃত্যুর খবর শেয়ার করে তাঁর জন্য দোয়া করেছেন।
( সীমান্তবাংলা/ ২১ নভেম্বর ২০২০)